মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের জন্য আকাশসীমা ও সমুদ্রবন্দর বন্ধ ঘোষণা করল তুরস্ক
শেখ আশরাফুল ইসলাম 30 August, 2025 01:46 PM
গাজ্জায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছেন তুরস্কের দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
দখলদার ইসরাইলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। আমরা তুরস্কের জাহাজগুলো ইসরাইলি বন্দরে যেতে দিচ্ছি না। তাদের উড়োজাহাজও আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিই না।
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পার্লামেন্টে গাজ্জা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই বছর যাবৎ ইসরাইল গাজ্জায় গণহত্যা চালিয়ে আসছে। এমনকি সমগ্র বিশ্বের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে।
গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে তুরস্ক গত বছরের মে মাসে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে।
গাজ্জায় চলমান যুদ্ধ নিয়ে কোনো রকম রাখঢাক ছাড়াই ইসরাইলের সমালোচনা করেছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান গাজ্জায় চালানো ইসরাইলের নৃশংস হামলাকে ইতোমধ্যে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন।
তিনি দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেছেন।
সূত্র : রয়টার্স